শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

শ্রীনগরে মাদ্রাসার ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের হাজী রিয়াজুল ইসলাম দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রসায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪ তলা ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ উঠেছে। উদ্বোধনের পূর্বেই ছাদ চুইয়ে বৃষ্টির পানি পরছে রুমের ভেতরে। ভবনটি নির্মাণের কাজ করছে স্বপ্ন কন্সট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নবনির্মিত ভবনটির ৪ তলার ছাদ ঢালাই করা হয়েছে অনেক দিন ধরে কিন্তু সামান্য বৃষ্টিতে এরই মধ্যে ছাদের বিভিন্ন জাইগায় চুইয়ে পানি পরছে রুমের ভিতরে।

মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও এলাকাবাসি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশাল এ প্রকল্পের শুরু থেকেই নিম্নমানের ইট, বালু, সুরকী ও রড ব্যবহার করতে দেখা গেছে। এ বিষয়ে মাদ্রসার সুপারিন্টেনডেন্ট আবুল বাশার তালুকদারকে এবং প্রকল্পের তত্তাবধায়ক ইঞ্জিনিয়ার বেলায়াতের কাছে বার বার অভিযোগ করলে তারা বলেন ভবন নির্মাণের শিডিউলে যেভাবে আছে সেইভাবে কাজ করা হচ্ছে। চাইলে আপনারা সিডিউল দেখতে পারেন। শিক্ষকরা সিডিউল দেখতে চাইলে বিভিন্ন অভিযোগ দেখিয়ে ব্যাপারটা এরিয়ে যায়। ভবনটির কাজ প্রায় শেষের দিকে কিন্তু ৪র্থ তলার ছাদ থেকে বৃষ্টির পানি পরেছে রুমের ভিতরে।

এব্যাপারে মাদ্রসার সুপার আবুল বাশারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ছাদ চুইয়ে রুমে পানি পরার বিষয়ে অবগত হয়েছি। এটি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে সমাধান করবো।

প্রকৌশলী বেলায়াতের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সিডিউল মেনে কাজ করেছি। এখানে কোনো দুর্নীতি হয়নি। পানি পরার বিষয়টি আমরা জানি আমরাতা মেরামত করে দিব।

স্বপ্ন কন্সট্রাকশনের মালিক রবিন মল্লিকের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা কোন ব্যাপার না। টাইলস বসিয়ে দিলে ঠিক হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com