শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:১০ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:: শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার আইনের আওতায় ৪টি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীনগর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী।
জানা যায়, নিত্যপণ্যের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা না রাখার অপরাধে ৪টি ব্যবসা প্রতিষ্ঠাকে আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ হোসেন পাটওয়ারী। তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি ও শ্রীনগর থানা পুলিশ সদস্যগণ।