শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগর সদর বাজারের কুড়া ও ভুষি (গো-খাদ্য) সত্যরঞ্জন দত্ত (৬৪)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত প্রায় ১০টার দিকে উপজেলার জশুরগাও এলাকায় তাদের বাড়ীর পাশ থেকে ক্ষত-বিক্ষত অবস্থায় সত্যরঞ্জন দত্তকে উদ্ধার করা হয়।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, সত্যরঞ্জন দত্ত এম. রহমান শপিং কমপ্লেক্সের পূর্ব পাশে কুড়া-ভূষির ব্যবসা করতেন। প্রতিদিন তিনি সন্ধ্যায় বাড়িতে চলে যান। কিন্তু আজ সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না যাওয়ায় তার স্বজনরা খোজ করতে থাকেন। এক পর্যায়ে তাদের বাড়ি সংলগ্ন কবরস্থানের পাশে ক্ষত-বিক্ষত অবস্থায় পাওয়া যায়। এসময় স্বজনদের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে ৩টি ও পিঠের ডান ও বাম পাশে ২টি সহ মোট ৫টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত সত্যরঞ্জন দত্ত উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্তের বড় ভাই। সত্যরঞ্জন দত্ত ৩ কন্যা সন্তানের জনক।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জে প্রেরণ করা হয়েছে। মামলা রজু করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।