শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে
বাংলা নববর্ষ (১৪৩০) ১লা বৈশাখ উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে শ্রীনগর উপজেলা অডিটোরামে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি উপস্তিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী, সহকারী কমিশনার ভূমি মোঃ আবু বকর সিদ্দিক, শ্রীনগর থানার ওসি অপারেশন পুষ্পেন দেবনাথ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: আবু তোহা মোঃ শাকিল, বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ মাস্টার, শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শহিদুল্লাহ কামাল ঝিল্লু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
এর আগে সকাল ৯ উপজেলার বনবিথী চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়।