শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে পুস্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় শ্রীনগর উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন শ্রীনগর উপজেলা প্রশাসন, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ, শ্রীনগর প্রেস ক্লাব, যুবলীগ, কৃষক লীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পূস্পার্ঘ্য অর্পণ শেষে শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মাহী বি চৌধুরী।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ ভূইয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাকসুদ আলম ডাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, শ্রীনগর প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আরিফ হোসেন, ইউপি চেয়ারম্যান সোলায়মান খান, বাবুল হোসেন বাবু, জিএস নাজির হোসেন, ফজলুর রহমান, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল করিম, শিক্ষক তৌহিদুল ইসলাম, আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ভিন্ন ভিন্ন প্রতিযোগীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।