বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (ন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘড় মৌজায় অবস্থিত প্রবাসীর কৃষি জমির মাটি ভেক্যু দিয়ে খননের পাশাপাশি জমি দখলের পায়তারা করায় থানায় অভিযোগ করা হয়েছে।
গত ১২ জুন ভুক্তভোগী পরিবারের পক্ষে প্রবাসী অহিদুল ইসলামের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ৫৩ শতাংশ এই ফসলী জমিটি ক্রয় সুত্রে মালিক হয়ে অহিদুল ইসলাম প্রায় ১৬ বছর যাবৎ শান্তিপূর্নভাবে ভোগ দখল করে আছেন। কিন্তু ৯ জুন উত্তর পাশের জমির মালিক কাউকে কিছু না জানিয়ে ক্ষেতের আাইল থেকে ১০ হাত ভিতরে দখল নিয়ে বড় বড় পাকা পিলার গেড়ে দেয়। বিষয়টি জানার পর জোরালো প্রতিবাদের মুখে তারা পিলার তুলে নেয়। এর পর শুরু হয় আরেক অত্যাচার। ভেক্যু দিয়ে তাদের কৃষি জমি খনন করে প্রবাসীর জমির ওপর মাটি ফেলার পাশাপাশি মোটা পাইপ লাগিয়ে দেয়। যাতে খননকৃত জায়গায় ড্রেজার দিয়ে বালু ভরাট করলে লোনা পানি প্রবাসীর জমিতে গিয়ে পড়ে। উপায়ন্তর না পেয়ে অবশেষে অহিদুল ইসলামের বড় ভাই থানায় অভিযোগ দায়ের করেন।
শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।