শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে করোনা টিকা প্রয়োগ করা হয়েছে।
বুধবার সকাল থেকে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ওই ইউনিয়নের ১ হাজার ৫ জনকে টিকা প্রয়োগ করা হয়।
শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম বিভিন্ন ইউনিয়নে টিকা প্রয়োগ কর্মসূচি পরিদর্শন করেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমান, ইউপির শেখ হুমায়ুন, শান্তি রঞ্জণ মন্ডল প্রমুখ।