শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন

শ্রীনগরে পূজা উদযাপন পরিষদের পরিচিতি সভা

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:: শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মোদকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্তের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সমর ঘোষ, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মামুন। শ্রীনগর উপজেলা আ’লীগের উপদেষ্টা ও ষোলঘর ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নবীন রায়, সুধীর চক্রবতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু, উপজেলা আ’ লীগের সহ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান, শ্রীনগর উপজেলা যুবলীগের সভাপতি ও পাটাভোগ ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজ আল মামুন,মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি ও শ্রীনগর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায়, প্রদীপ মাষ্টার, তাপস কুমার দাস, কাজল দাস, গোবিদ্দ পোদ্দার, বাসুদেব সাহা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com