শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে এক নারীর (সাবেক স্ত্রী) অর্ধনগ্ন ও আপত্তিকর ছবি ইমোতে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে শ্রীনগর থানা পুলিশ।
মঙ্গলবার রাতে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার জালালপুর গ্রাম থেকে শেখ সোহেল (৩৮)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীনগর উপজেলার বাড়ৈখালী এলাকার এক নারীর সাথে ২০১২ সালের ১৪ এপ্রিল পারিবারিক ভাবে সোহেলের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়ায় ওই নারী তাকে ২০১৯ সালের ২৪ জুন তালাক প্রদান করেন। তালাক দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সোহেল প্রায় সময়ই তার সাবেক স্ত্রীর অপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল। সোহেল গত ২৬ সেপ্টেম্বর ইমো আইডি থেকে ওই নারীর কর্মস্থলের এক উর্ধ্বতন কর্মকর্তার ইমো আইডিতে তার সংসার চলাকালীন সময় উঠানো আপত্তিকর ছবি পাঠায়। বিষয়টি জানতে পেরে ওই নারী শ্রীনগর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। মামলা রেকর্ড করে শ্রীনগর থানা পুলিশ সোহেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মোঃ কামরুজ্জামান জানান, পুলিশ তাৎক্ষনিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।