বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: “মজবুত হলে পুষ্টির ভিত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীনগর জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বুধবার বেলা ১১ টায় জনস্বাস্থ্য পুষ্ঠি প্রতিষ্ঠান এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আবু তোহা মোঃ শাকিল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ মশিউর রহমান মামুন।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি হাজি তোফাজ্জল হোসেন, আরএমও ডাঃ শংকর কুমার পাল, জেলা কৃষি কর্মকর্তা শান্তনা রাণী, সমাজ সেবা কর্মকর্তা মাহফুজা পারভিন প্রমুখ।