বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়েছে।শ্রীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে শুক্রবার শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এই কর্মশালার অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারেফ হোসেন এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলার জেলা প্রশাসক মো: আবু জাফর রিপন বিপিএএ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুল আলম।
অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল মো: তোফায়েল সরকার, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহ আল তায়েবীর, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার বশির আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা দ্বায়িত্বে ছিলেন সহকারী কমিশনার(ভূমি) সাফফাত আরা সাঈদ।