শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে র্যাব-১১ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গত রোববার (৩ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে তাদের গেস্খফতার করা হয়।
গেস্খফতারকৃত ২ মাদক ব্যবসায়ী হলো- মোঃ মোকাজল হোসেন (২৪) ও মোঃ শাহরুখ সারেং (২১)।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ভাগ্যকুল গ্রামে ভূইয়া ভিলার সামনে মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ খবর জানার পর র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম ও এএসপি মোঃ সম্রাট তালুকদারের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে মাদক বিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাজা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতনাতে গ্রেফতার করা হয়।
এলাকাবাসী জানায়, মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ শ্রীনগর থানা সহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তারা এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়।
এ বিষয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।