মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মমিন আলীর উদ্যোগে উপজেলার কোলাপাড়া গ্রামে তার নিজ বাড়িতে সহস্রাধিক রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করা হয়।
ইফতারপূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধিরণ, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম হোসেন খান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বর্তমান কমিটির যুগ্ন আহবায়ক রাহাতুল ইসলাম ভূঁইয়া রিপন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আমির আলী মৃধা, মুনসুর আলী মাঝি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, যুবদল নেতা মোঃ রাজু আহমেদ, মোঃ মাসুদ, মোঃ সিদ্দিক প্রমুখ।