মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশ স্বাধীনতা দিবস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, সহকারী কমিশনার ভূমি ব্যারিস্টার সজিব আহমেদ, শ্রীনগর থানার ওসি অপারেশন পুস্পেন দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হারুন অর রসিদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ সহ শ্রীনগর, শ্যামসিদ্ধি, রাড়িখাল, তন্তর, আটপাড়া, বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ প্রমুখ।