শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে এলজিএসপি-৩ এর আওতায় আসবাবপত্র, দুঃস্থ প্রশিক্ষিত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং মুজিবর্ষে’ সদ্য ভুমিষ্ঠ শিশুর জন্মনিবন্ধনে উৎসাহ প্রদানের লক্ষে উপকরন বিতরন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় শ্রীনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি সদস্যদের সহযোগীতায় পরিষদ প্রাঙ্গনে এ সকল সামগ্রী বিতরণ করা হয়।
শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোখলেছুর রহমানের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা ফ্যাসিলিটেটর মোঃ মোবাশ্বের হোসেন খন্দকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রওশন ফিরদৌস, ইউপির সচিব মোখছেদুল করিম, ইউপি সদস্য আব্দুছ সালাম, শান্তি রঞ্জন মন্ডল প্রমুখ।