শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীনগর সদরে অবস্থিত এম রহমান কমপ্লেক্সের ব্যবসায়ীদের উদ্যোগে মার্কেটের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় চেয়ারম্যানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী চেয়ারম্যানের সহোদর মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সাজিদ রহমান, আমজাদ শেখ, এম রহমান কমপ্লেক্সের ব্যবসায়ী বণিক সমিতির উপদে সাইফুল ইসলাম মিন্টু, সভাপতি শেখ মোঃ জুলহাস, সাধারন সম্পাদক মোঃ মিশু প্রমুখ। দোয়া মাহফিলেরর মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ মহসিন।