সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:০২ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও তন্তর ইউনিয়নের চেয়ারম্যান আলী আকবর এর পদত্যাগের দাবী সহ আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছল করে তন্তর ইউনিয়নবাসী।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার তন্তর ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে তন্তর ইউনিয়নের এলাকাবাসী।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তন্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হৃদয়, সাধারণ সম্পাদক আজিজুল হক মনু কাজী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন মোহন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মোতালেব শেখ লাভলু, দেলোয়ার শেখ, রিয়াজ হাওলাদার, মামুন শিকদার, সাগর শেখ, যুবদল নেতা মাহি আলম, সোহাগ বেপারী, অনিক ইসলাম অভি, জাকারিয়া মৃধা, সুরুজ মোড়ল, মাইনুদ্দিন, মোহাম্মদ নিশাত ও নয়ন ঢালী প্রমুখ।