শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

শ্রীনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পেলেন যারা

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জের শ্রীনগরে আসন্ন ইউনিন পরিষদ নির্বাচনের ২য় ধাপে উপজেলার ১৪টি ইউনিয়নের প্রার্থীদের মাঝে মনোনয়ন দেওয়া হয়েছে।

রোববার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় ঢাকার ধানমন্ডি থেকে চেয়ারম্যান প্রার্থীদের চুড়ান্ত মনোনয়ন (নৌকা প্রতীক) দেওয়া হয়েছে। প্রার্থী ঘোষনার পর থেকেই নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বইতে শুরু করেছে।

নৌকা প্রতীক পেলেন যারা  তারা হলেন- শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমান পেয়েছেন (শ্রীনগর সদর) নৌকা মার্কা, শ্যামসিদ্ধিতে পুণরায় নৌকা কান্ডারী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, হাসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আহসান হাবিব পেয়েছেন নৌকা মার্কা, রাঢীখালে নৌকা প্রতিক পেয়েছেন ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা বারেক খান বারী, বীরতারা ইউনিয়নে নৌকা মার্কা পেয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান চেয়ারম্যান মোঃ আজিম হোসেন খান, পাটাভোগ ইউনিয়নে নৌকা মার্কা পেয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, আটপাড়ায় নৌকা প্রতিক পেয়েছেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম মাসুদ, ষোলঘর ইউনিয়নে নৌকা প্রতিক পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির ধর্ম বিষয়ক সদস্য উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা বর্তমান চেয়ারম্যান আলহাজ মোঃ আজিজুল ইসলাম, কোলাপাড়ায় নৌকা প্রতিক পেয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান হাজী নেছার উল্লাহ সুজন, তন্তর ইউনিয়নে নৌকা মার্কা পেয়েছেন ওই ইউনিয়নের যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন, কুকুটিয়া এবারও নৌকার মাঝি হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন মিন্টু, ভাগ্যকুল ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ, নৌকা প্রতীকে ভোটারদের মন জয় করতে চাইবেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, বাড়ৈখালীতে এবার নৌকা প্রতীক পেয়েছেন নতুন মুখ আওয়ামীলীগ নেতা মোঃ ফারুক হোসেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com