শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সদর উপজেলা কুহালং ইউনিয়নের বাকীছড়া মাঝের পাড়া বৌদ্ধ বিহারে ভিক্ষু নাইন্দা (৭৮) কে একই বিহারে শ্রমণ সঃবিদা (৪২) খুন করে। খুনের পর শ্রমণ পালিয়ে যায়। স্থানীয়রা শ্রমণকে ধরতে এলাকায় তল্লাশি চালাচ্ছে।
নিহত ভিক্ষু নাইন্দা বাড়ী একই গ্রামে বলে জানা গেছে। ভিক্ষু খুনের ঘটনাটি নিশ্চিত করেছে কুহালং মৌজা হেডম্যান প্রুমং উ মারমা।
আজ বৃহস্পতিবার ভোর ৫ ঘটিকার সময় বান্দরবান সদর, কুহালং মৌজা বাকীছড়া মাঝের পাড়া (কিখংওয়া) বৌদ্ধ বিহারে এ খুনের ঘটনা ঘটে। নিহত ভিক্ষু নাইন্দা , পিতাঃ মৃত পাইহ্লাপ্রু । খুনি শ্রমণ সঃবিদা (¤্রাথোয়াই),পিতা: উথোয়াই প্রু , মাতা: চোমা প্রু।
থানীয় সূত্রে, বৌদ্ধ বিহারে বিহারধক্ষ্য উ-পাইন্দিতা অনুপস্থিত থাকা কালে এই ঘটনাটি ঘটে। বিহারে অন্য ভিক্ষুরা ভোরে শ্রমণের হাতে ব্যাগ নিয়ে যেতে দেখে, শ্রমণকে ডাক দিলে সে দৌড়ে পালিয়ে যায়। অন্য ভিক্ষুরা বিহারে এসে ভান্তেকে দেখতে না পেয়ে, খোজ নিলে বিহারে পাশে রান্না ঘরে ভান্তেকে মৃতঅবস্থায় পাওয়া যায়
ভোরে উ নাইন্দা ভিক্ষু বিহারের রান্নাঘরে পানি গরম করার সময় সঃবিদা (৪২) শ্রমণ এসে অর্তকিত ভাবে ভিক্ষুকে দা দিয়ে কুপিয়ে জখম করার কিছু সময়ের পর ভিক্ষু মারা যান।। জানা গেছে শ্রমণটি মানসিকভাবেও একটু ভারসাম্যহীন।
খুনের ঘটনাস্থলে পরিদশর্নকালে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছিন আরাফাত জানান, খুনি শ্রমণকে ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে। আমরা অতিশীঘ্রই গ্রেপতার করতে সক্ষম হবো। লাশটি বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।