বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন

শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

শেরপুর প্রতিনিধি:: শেরপুর পৌর শহরের অষ্টমীতলা বাসস্ট্যান্ড এলাকায় একটি মাইক্রোবাসের ধাক্কায় রনি (২২) ও গৌরব (২৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় অন্তত আরও ১১ জন আহত হয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারী) সকালে সদর থানার ওসি জুবাইদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার রাত দেড়টার দিকে শহরের অষ্টমিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, একটি দ্রুতগতির মাইক্রোবাস শেরপুর শহর থেকে জামালপুর যাওয়ার পথে অষ্টমিতলা এলাকায় প্রথমে একটি অটোরিকশাকে চাপা দেয়। পরে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় এবং এরপর আরও একটি অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় ঘটনাস্থলেই রনি মারা যায় এবং হাসপাতালে নিয়ে গেলে গৌরব নামে আরেকজনের মৃত্যু হয়। তারা দুজনেই মোটরসাইকেলে ছিলেন।

শুভ নামে আহত একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই শেরপুর শহরের নিউ মার্কেটের কালার ডিজিটাল নামে একটি দোকানের মালিক এবং কর্মচারী। দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে যায়। পাশাপাশি মাইক্রোবাসে থাকা যাত্রীরাও পালিয়ে যায়।

সদর থানার ওসি জুবাইদুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ এবং ক্ষতিগ্রস্ত ইজিবাইক ও মোটরসাইকেলটিকে উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com