বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
শেরপুর প্রতিনিধি:: শেরপুরে রিফাত পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয়জন দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে তিন নারী ও তিন পুরুষ রয়েছেন। তবে এখনো কারও নাম-পরিচয় জানা যায়নি।
রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা এলাকায় জোড়া পাম্পের পাশে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশার ৫ যাত্রী মারা যান। এ সময় গুরুতর আহত আরেকজনকে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধারকাজে তাদের সহায়তা করেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধারকাজ শুরু করে। মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।’
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জুবায়দুল বলেন, রোববার সাড়ে ১১টার দিকে নকলা থেকে শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাস রিফাত পরিবহন শেরপুর জেলার ভাতশালা জোড়া পাম্প এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, ‘কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকাগামী বাসের সঙ্গে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন নারী ও তিনজন পুরুষ।’