বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন

শেরপুরে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩

শেরপুর প্রতিনিধি:: শেরপুরে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার মির্জাপুর এলাকার তাতালপুরের বলস্বর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নালিতাবাড়ীর তিনআনীর রাজনগর এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে রফিক মিয়া (৪৫), তার ছেলে রাব্বি (১০) ও তিনআনীর জোবায়ের (৩৪)।

আহতরা হলেন- রাজনগরের মোহাম্মদ আলী (৪৫) ও অটোরিকশা চালক হাবিবুর রহমান (৩৫), তিনআনীর সুভাষ পালের ছেলে শুভ (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিটি শেরপুর শহরের খোয়ারপাড় সিএনজি স্টেশন থেকে নিজ বাড়ি তিনআনীতে ফিরছিলেন যাত্রীরা। এরপর মির্জাপুর-তাতালপুর এলাকায় গেলে ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত অবস্থায় পাঁচজনকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেথানে আরও দুইজন মারা যায়। বর্তমানে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

শেরপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহনেওয়াজ নোমান বলেন, হাসপাতালে তিনজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। আরও তিনজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, চালের ট্র‍াকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। তাতালপুরের বলস্বর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। আমরা ঘটনার পরেই ঘাতক ট্রাকটি আটক করেছি। ট্রাকচালক পালিয়ে গেছেন। আমরা ঘটনাস্থলে কাজ করছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com