বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নশীল দেশে পা ফেলেছে—ধর্ম প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি:: ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, স্বাধীনতার পর উন্নত দেশের কাছ থেকে তুচ্ছ তাচ্ছিল্য ছিল বাংলাদেশের নিত্য সঙ্গী। সন্দেহবাদীদের মুখে ছাই দিয়ে সেই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি এখন বিশ্বের বিস্ময়, কৃষি, শিল্প ও সেবা খাতের ওপর ভর করে এদেশ শত প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে।

প্রতিমন্ত্রী শুক্রবার জামালপুরের ইসলামপুরে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে পাচবাড়িয়া মাদরাসা কাচিহারা গ্রামীন সড়ক হয়ে ঈদগাহ মাঠ পর্যন্ত কার্পেটিং এবং ৩ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে পচাবহলা জিসি ভায়া কটাপুর জিসি ভায়া উলিয়া রাস্তার পিসি গার্ডার ব্রীজ নির্মানের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য বিবেচ্য মাথাপিছু আয়, মানবসম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা- এ তিনটি সূচকেই অনন্য অর্জন রয়েছে। ৪১ সালের মধ্য দেশ উন্নয়নশীল দেশের সাথে তাল মিলিয়ে চলবে।

পাঁচবাড়িয়া মোড়ে অনুষ্ঠিত সভায় চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের, সহ সভাপতি জামাল আবু নাছের চৌধুরী,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্ত,রোজিনা আক্তার চায়না,যুবলীগ নেতা রাসেল মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com