মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন

শুক্র-শনিবার ব্যাংক খোলা

নিজস্ব প্রতিবেদক:: ঈদেকে সামনে রেখে সব সময়ই বাড়ে ব্যবসা-বাণিজ্য। আর এজন্য ব্যাংকিং লেনদেনের সময়সূচি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সূচি অনুযায়ী আগামী শুক্রবার ঢাকা মহানগরীতে এবং শনিবার ঢাকা মহানগরীসহ সারাদেশে সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার (২৯ এপ্রিল) ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য বিকাল ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে ব্যাংক।

অন্যদিকে, আগামী শনিবার (৩০ এপ্রিল) ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত খোলা রাখা যাবে ব্যাংক। এই দুদিন বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা খোলা থাকবে। তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে শুক্রবার ঢাকা মহানগর এলাকার বাইরে অবস্থিত কোনো ব্যাংক শাখার চেক দেওয়া যাবে না।

শুক্রবার ও শনিবার নগদ লেনদেনের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট অফিস/বিভাগ সীমিত পরিসরে খোলা থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com