বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

শিবচরে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শিবচরে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীবাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার মৃত হাসেম খাঁর ছেলে বাচ্চু মিয়া (৩৭) ও নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার মান্নান বেপারীর ছেলে মানিক (৩৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে পিকআপযোগে ঢাকার দিকে আসছিলেন বাচ্চু ও মানিক। পিকআপটি মুন্সীবাজার নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাচ্চু মারা যান। হাইওয়ে পুলিশ মানিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার উপ-সহকারী পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, ‘‘দুই জনের মরদেহ থানায় রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com