মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টা ৩৫মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করার পর গোয়েন্দা সংস্থা এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর যৌথ অভিযান চালিয়ে এসব সোনার বার জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একজন কর্মকর্তা।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানতে পারে, দুবাই- চট্টগ্রাম-ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং বিজি ১৪৮ এর মাধ্যমে সোনা চোরাচালান হতে পারে। তাই বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে কাস্টমস গোয়েন্দারা সতর্কতামূলক অবস্থান নেন। পরবর্তীতে দুবাই হতে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত এয়ারপোর্ট সার্কেলের কর্মকর্তা ও কর্মচারীগণ বিমানের অভ্যন্তরে তল্লাশি সিটের নিচে লুকানো অবস্থায় কালো স্কচটেপ মোড়ানো ৪টি প্যাকেটে উদ্ধার করেন।
তিনি জানান, প্যাকেটগুলো খুলে ৮৬ পিস সোনার বার পাওয়া যায়, যার মোট ওজন ৯ কেজি ৯৭৬ গ্রাম এবং বাজার মূল্য ৬ কোটি ৯৮ লাখ ৩২ হাজার টাকা। আটককৃত সোনার বারগুলো কাস্টম হাউস চট্টগ্রামের বিমানবন্দর ইউনিটের কাছে হস্তান্তর করা হয়।