বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি,নবাবগঞ্জ ॥ ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও দিলরুবা ইসলাম। বিকেল সাড়ে তিনটায় এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান, ওসি মমিনুল ইসলাম, বীর মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার মোশাররফ হোসেন, আব্দুল মান্নান, আজিজ মাষ্টার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিএনপি নেতা এরশাদ আল মামুন, গণসংহতির মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা আসমা জাহান, শিক্ষক, রাজনীতিক, জনপ্রতিনিধি প্রমুখ। এ সময় বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
সভায় বক্তারা বলেন, সেদিন পূর্ব বাংলাকে মেধা শুন্য করতে ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বিপুল সংখ্যক বুদ্ধিজীবী হত্যা করে। কিন্তু আজও তাঁদের হত্যার বিচার হয়নি। হয়নি সঠিক সংখ্যা নির্ধারণ। দ্রুত বুদ্ধিজীবী হত্যার বিচার সম্পন্ন করা এবং নিহতদের চুড়ান্ত তালিকা করার দাবি জানান বক্তারা। এদিকে দোহার উপজেলা সভা কক্ষে প্রশাসনের আয়োজনে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা ও শোক জানানো হয়।