মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:৪০ অপরাহ্ন
মো. নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি ।।
নির্বাচন কমিশনার (ইসি) মো: আলমগীর বলেছেন, আমাদের ইভিএম মেশিনের ত্রুটির বিষয় কেউ প্রমান করতে পারেনি। আমরা নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ দিয়েছিলাম আপনারা আইটি এক্সপাট নিয়ে আসেন। মেশিনে ত্রুটি প্রমান করতে পারলে মেশিন তো বাদ দিবোই সেই সাথে আমরাও পদত্যাগ করবো। কেউ এ চ্যালেঞ্জ গ্রহণ করেনি। তিনি বলেন, এবারের উপজেলা নির্বাচন হবে উৎসবমুখর। এখানে আপনারা কেউ ভয়ের পরিবেশ তৈরি বা বাধা প্রদান করবেন না। আর এটা যদি কেউ করেন, তাহলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসি বলেন, ‘ভোটারদের প্রতি মেসেজ আমাদের একটাই, আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবেন। জাতীয় নির্বাচনে যেমন আপনারা আপনাদের নিজেদের ভোট সঠিকভাবে দিতে পেরেছিলেন এ নির্বাচনেও আপনারা আপনাদের নিজেদের ভোট সঠিকভাবে দিতে পারবেন।
ইসি মো. আলমগীর আরো বলেন, ‘আগের নির্বাচন গুলোর থেকে আইন শৃঙ্খলার দিক থেকে আগামী উপজেলা নির্বাচনের সময় কঠোর থাকবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরণের প্রচেষ্টা থাকবে নির্বাচন কমিশনের।
ভোটার উপস্থিতি প্রসঙ্গে ইসি মো. আলমগীর বলেন, নির্বাচন কমিশন আশা প্রকাশ করছে সারা দেশে তীব্র তাপপ্রবাহ থাকলেও ভোটের পূর্বেই দেশের আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে। ভোটারের উপস্থিতি সন্তোষ জনকই হবে।
জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. মাহবুবুল আলম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফ উদ্দিন গিয়াস, আঞ্চলিক নির্বাচন অফিসার (ফরিদপুর অঞ্চল) মোঃ সাইফুল ইসলাম, শরীয়তপুর জেলা নির্বাচন অফিসার আব্দুল মান্নানসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথম ধাপে ৮ মে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ ও নড়িয়া উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৫৫ হাজার ২৮৫ জন। এর মধ্যে ভেদরগঞ্জে ২ লক্ষ ৩৩ হাজার ৭৩ জন, নড়িয়ায় ভোটার ২ লক্ষ ২২ হাজার ২১২ জন। ভোট কেন্দ্র ভেদরগঞ্জে ৮০ টি, চরাঞ্চলে ২৫ টি ঝুকিপূর্ণ। নড়িয়ায় ভোট কেন্দ্র ৭৬ টি। চরাঞ্চলে ১৪ টি বলে জানানো হয়।