বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
মো: নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারী) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মদ। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার ইউনিয়ন পর্যায় থেকে মাদক নিয়ন্ত্রনে কঠোর আইন প্রয়োগ, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, যানজট নিরসন ও পুলিশ সদস্যদের নিয়মিত টহল আরো জোরদার সহ নানা দিক নিয়ে বক্তারা আলোচনা করেন।
এ সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মাহাবুবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হারুন অর রশীদসহ কমিটির সদস্য বৃন্দ।
শরীয়তপুর জেলার ৬ উপজেলার নির্বাহী অফিসারগণ, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ অংশগ্রহন করেছেন।