মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
মো: নাসির খান (শরীয়তপুর) সংবাদদাতা ।।
১৭ মঙ্গলবার ২০২৪ বিকেলে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ, ডামুড্যা, সখিপুর, গোসাইরহাট, জাজিরা ও নড়িয়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা ঘর, শত শত গাছ পালা ও কাঁচা-পাকা বোরো ধান, মরিচ, কলোজিরাসহ বিভিন্ন ফসলের ক্ষতির সংবাদ পাওয়া গেছে। বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গতকাল থেকে বিদ্যুত সরবরাহ বন্ধ আছে।
এ সময় বজ্রপাতে নড়িয়া উপজেলার চরআত্রায় ৬ গরুর মৃত্যু ও ১০ কৃষক আহত হয়েছে। অপর দিকে ঝড়ের সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গোসাইরহাটে এক শিশুর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঝড়ের কারণে গাছ পরে গিয়ে ভেদরগঞ্জ- সখিপুর, ভেদরগঞ্জ-শরীয়তপুর ভায়া পম আটং সড়ক ও ভেদরগঞ্জ ডামুড্যা ভায়া আমিন বাজার সড়কের যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে সকাল ৮ টার দিকে সড়ক যোগাযোগ স্থাপন করে।
বিদ্যুত বিভাগ সূত্রে জানা যায়, ঝড়ে তাদের অনেক খুটি উপরে গেছে, ৩৩ কেভি লাইনের তারসহ বিভিন্ন লাইনের তার ছিড়ে যাওয়ায় বিদ্যুত সরবরাহ বন্ধ আছে। লাইন মেরামত কাজ চলছে। লাইন সংস্কার হলেই বিদ্যুত সরবরাহ করা হবে।
ভেদরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার মহিষার, ছয়গাঁও, নারায়নপুর ও রামভদ্রপুর ইউনিয়নের কাঁচা ও পাঁকা বোরো ধান, মরিচ, পাট, কালোজিরা ও গমের ক্ষতি হয়েছে। আমাদের কর্মীরা মাঠে ক্ষয়ক্ষতি নিরূপনের জন্য কাজ করছে। তার পরে আমরা সঠিক ক্ষতির পরিমান বলতে পারবো।