সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
মো: নাসির খান (শরীয়তপুর): শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এ দিবসটি উপলক্ষ্যে ৫২’র ভাষা শহীদ, ৭১’র শহীদ মুক্তিযোদ্ধা ও ২৪’র বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। দিবসটি পালন উপলক্ষে শুক্রবার রাত ১২টা ১মিনিটে শরীয়তপুর পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন।
এরপর পর্যায়ক্রমে শরীয়তপুর পুলিশ সুপার নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগন, জেলা পরিষদ, জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ,সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আঃ জব্বার খান, জাতীয় নাগরিক কমিটি শরীয়তপুর সদর উপজেলা শাখার ১ নং প্রতিনিধি মোক্তার হোসেন সবুজ তালুকদারসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও জাজিরা, নড়িয়া, গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলায় একযোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি রোধে শহীদ মিনারের আশপাশের এলাকায় মোতায়েন করা হয় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।