বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:৫০ অপরাহ্ন

শরীয়তপুরে মাদকের টাকার জন্য নবজাতক শিশু বিক্রি

শরীয়তপুরে মাদকের টাকার জন্য নবজাতক শিশু বিক্রি

শরীয়তপুর প্রতিনিধি:: মাদক সেবন ও কেনা-বেচা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল এক দম্পতি। ঋণের টাকা শোধ করতে নিজেদের দেড় মাস বয়সী ছেলেকে প্রতিবেশী এক পরিবারে বিক্রি করে দেয় এই স্বামী-স্ত্রী। অবশ্য পুলিশের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

শরীয়তপুর সদরের চরপালং এলাকায় গত সোমবার এ ঘটনা ঘটে। জরুরি সেবা ৯৯৯ নম্বরে অভিযোগ পেয়ে শরীয়তপুর সদরের পালং মডেল থানা পুলিশ সোমবার রাতেই ওই নবজাতককে উদ্ধার করে তার দাদা-দাদির হাতে তুলে দিয়েছে।

ঘটনার শিকার শিশুর বাবার নাম ইব্রাহীম হাওলাদার। তিনি নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর এলাকার শওকত হাওলাদারের ছেলে। পরিবার নিয়ে শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরপালং এলাকায় ভাড়া করা বাসায় থাকেন।

পালং মডেল থানা সূত্রে জানা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর এলাকার শওকত হাওলাদার বাসচালক। তার ছেলে ইব্রাহীম শরীয়তপুর শহরের একটি ওয়ার্কশপের শ্রমিক। পরিবার নিয়ে তারা জেলা শহরের চরপালং এলাকায় ভাড়া থাকেন। ইব্রাহীম ও শ্রাবণী দম্পতির দুই বছরের এক মেয়ে ও দেড় মাস বয়সের এক ছেলে। ওই দম্পতি বিভিন্নভাবে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িয়ে পড়ে। মাদকের টাকার জোগান দিতে গিয়ে তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। সোমবার দুপুরে তাদের দেড় মাস বয়সী শিশুপুত্রকে প্রতিবেশী ইকবাল হোসেন ও মুক্তা আক্তার দম্পতির কাছে ৩১ হাজার টাকায় বিক্রি করে দেয়।

এদিকে স্থানীয়রা বিষয়টি জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে পুলিশকে জানায়। পরে পালং মডেল থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় শিশুকে উদ্ধার করে। ওই সময় ইব্রাহীম ও শ্রাবণী দম্পতিকে আটক করা হয়। রাতে শিশুটির দাদা শওকত হাওলাদার ও দাদি ঝর্ণা বেগম থানায় মুচলেকা দিয়ে তাদের ছেলে ও পুত্রবধূকে ছাড়িয়ে আনে।

শিশুটির ক্রেতা ইকবাল হোসেন বলেন, ‘আমার তিন কন্যা সন্তান। স্ত্রী ছেলে সন্তানের জন্য আকুতি জানাত। ইব্রাহীম ও তার স্ত্রী তাদের ছেলেকে লালন-পালনের জন্য আমাদের কাছে দিতে রাজি হলে আমরা কিছু টাকা দিয়ে ওই শিশুকে নেই। পরবর্তীতে স্থানীয়দের বাঁধার মুখে পুলিশের হাতে শিশুটিকে তুলে দিয়েছি।’

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘একটি শিশুকে তারা বাবা-মা বিক্রি করে দিয়েছে। জরুরি সেবার ৯৯৯ নম্বরে এমন অভিযোগ পাই। তারপর পুলিশ সন্ধ্যার দিকে শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মাকে থানায় নিয়ে আসে। পরবর্তীতে অভিভাবকরা মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com