মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
শরীয়তপুর প্রতিনিধি:: শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় বেগম রোকেয়া দিবস ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্র মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ আতিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গিয়াস উদ্দীন, প্রকল্প বাস্তবায় অফিসার মোঃ হুমায়ুন কবির, জনস্বাস্থ্য প্রকৌশলী সমেশ আলী, সমবায় কর্মকর্তা মোফাজ্জল হোসেন।
এ বছর উপজেলা পর্যায়ে নির্বাচিত ৫ জয়িতা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ভেদরগঞ্জ উপজেলার সফল জননী উম্মে রাইহান বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে রুনিয়া আক্তার, অর্থনীতিতে সাফল্য অর্জনের জন্য জিয়াসমিন আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরুর জন্য অনামিকা আক্তার ইমু, সমাজ উন্নয়নের জন্য আফসানা আহম্মেদ।