বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৩:০১ অপরাহ্ন

শরীয়তপুরে পদ্মা থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

শরীয়তপুরে পদ্মা থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

মো: নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি:: বুধবার (১৬ এপ্রিল) শরীয়তপুরের নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, স্থানীয় বিএনপি নেতা ফরিদ আহমেদের নেতৃত্বে প্রায় ৩০টি ড্রেজার দিয়ে নদীর তলদেশ থেকে বালু তুলে বিক্রি করা হচ্ছে। যার ফলে নদী তীর রক্ষা বাঁধ এবং ফসলি জমি ভাঙনের হুমকিতে পড়েছে।

এদিকে ফরিদ আহমেদ দাবি করেন, তিনি প্রশাসনের নিলামের মাধ্যমে বৈধভাবে বালু কিনেছেন। পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী তীর সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে খননযন্ত্র জব্দ ও মামলা করা হয়েছে। তবে এলাকাবাসীর দাবি, ভাঙন রোধে কঠোর নজরদারি এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ জরুরি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com