সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
শরীয়তপুর প্রতিনিধি:: শরীয়তপুরে নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন যোগদান করেছেন।
রবিবার (৩ নভেম্বর) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।
এ সময় জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ফুলের শুভেচ্ছা জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া জেরিন ও উপপরিচালক স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পিংকি সাহা, শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুজ্জামান, সিনিয়র সহকারি কমিশনার (রাজস্ব শাখা, এলএও, আরএম শাখা এবং জেনারেল সার্টিফিকেট শাখা) মোঃ বায়েজিদুর রহমান, সহকারি কমিশনার মোঃ সোহেল রানা, সহকারি কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন, সহকারি কমিশনার মুহাম্মদ আসিফ হায়দার, সহকারি কমিশনার নূরুল আম্বিয়া আলাউল, সহকারি কমিশনার ও সুদীপ্ত ঘোষ, সহকারি কমিশনার মোঃ নাছির উদ্দিন, সহকারি কমিশনার খালেদ মাহমুদ তামিম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ মোঃ আজিম উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাজিদুর রহমান সিকদার, প্রশাসনিক কর্মকর্তা মো: সেলিম মিয়া।
২৭তম বিসিএস ক্যাডার শরীয়তপুরের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন উপ-সচিব মর্যাদায় এর পূর্বে নিউরো ডেভলপমেন্ট, প্রতিবন্ধী ট্রাষ্ট এর পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।