মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

শরীয়তপুরে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩

শরীয়তপুরে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

মো: নাসির খান, শরীয়তপুর থেকে:: শরীয়তপুরের জাজিরায় ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় কোটা সংস্কার আন্দোলনকারী তিন শিক্ষার্থী আহত হন।

বুধবার (১৭ জুলাই) বেলা ১২টার দিকে জাজিরায় নাওডোবা পদ্মাসেতু সংলগ্ন জমাদ্দার মোড়ে এ ঘটনা ঘটে।

এসময় প্রায় ৩০ মিনিট চলা এই ধাওয়া-পাল্টা ধাওয়ার পর আন্দোলনকারীরা পিছু হটলে সাড়ে ১২টার দিকে সড়কটির নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ।

পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ কর্মকর্তারা জানান, দুপুর ১২টার দিকে আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা শরীয়তপুর-ঢাকা সড়কে জড়ো হয়। তারা নাওডোবা এলাকায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে ওঠার চেষ্টা করেন। তখন তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তারা জাজিরার সাহেব বাজার এলাকায় গিয়ে অবস্থান নেয়।

এর আগে সকাল ১০টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানার সামনে শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে ছাত্রলীগের প্রতিরোধে পিছু হটে সাধারণ শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (জাজিরা সার্কেল) আহসান হাবীব বলেন, জাজিরার নাওডোবায় ছাত্র আন্দোলনের কিছু লোকজন জড়ো হয়েছিল। তাদের পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে উঠতে দেওয়া হয়নি। পাঁচটি পয়েন্টে পুলিশ অবস্থান নিয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ অঞ্চলের সকল সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com