সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ রাফাযয়েল নাদালের রাজত্বের অবসানের আলোচনার মাঝেই আবার ‘জোকার’-বধ। ক্লে কোর্টের রাজা নাদাল তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচকে চার সেটের এই ম্যাচে ৬-২, ৪-৬, ৬-২, ৭-৬(৪) হারিয়ে আরেক ধাপ এগিয়ে গেলেন নিজের ২২তম গ্র্যান্ড সø্যাম শিরোপা জয়ের পথে।
১৩ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদাল, গত বছর এখানেই সেমিফাইনালে বিশ্বের এক নম্বর জকোভিচের কাছে পরাজিত হন। আগের রাউন্ডেই ফেলিক্স অগার আলিয়াসিমের বিরুদ্ধে পাঁচ সেটের থ্রিলার জিতেছেন নাদাল। ২০০৫ সালের পর থেকে ফরাসি ওপেনে মাত্র তিনবার হেরেছেন নাদাল। ফিলিপ শতিয়ের কোর্ট প্রতিটি ইঞ্চি চেনেন তিনি এবং তারই ফল ভুগলেন জকোভিচ এমনটাই ধারণা অনেকের।
কোভিড ১৯ প্রতিষেধক টিকা নিতে অস্বিকার করায় অস্ট্রেলিয়ান অপেনে খেলতে দেওয়া হয়নি জকোভিচকে। সেই গ্র্যান্ড সøাম জিতেই নিজের মোট গ্র্যান্ড সøামের সংখ্যা ২১-এ নিয়ে গেছেন নাদাল যেখানে জকোভিচের নামে এখনও রয়েছে ২০টি সøাম। নাদালের উত্তরসূরি বলে মনে করা হচ্ছে স্পেনের কার্লোস আলকারাজকে। একই দিনে ফরাসি ওপেন থেকে বিদায় নিলেন তিনি।
অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন জকোভিচকে শুরু থেকেই চাপের মুখে ফেলেন ক্লে কোর্টের রাজা। ৮৮ মিনিটে দ্বিতীয় সেটে ফিরে এলেও চার সেটের লড়াইয়ে নাদালের সামনে দাঁড়াতে পারেননি তিনি। আগামী রবিবার আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন নাদাল।
দ্বিতীয় সেট জেতার আগে শুরুতেই ৩-০ পিছিয়ে পড়েন জকভিচ। যদিও নাদালের একটি ভুল ড্রপ শট তাঁকে খেলায় ফিরিয়ে আনে।
প্রথম সেটটি মাত্র ১০ মিনিটে জিতে নিয়ে শুরুতেই খেলার মুড সেট করে দেন নাদাল। নাদাল ফোরহ্যান্ড উইনার মেরে প্রথম সেট দখল করার আগেই নয়টি আনফোর্সড এরর করেন জকোভিচ।