বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

লালমনিরহাট সীমান্ত দিয়ে ৯ জনকে বাংলাদেশে পুশইন

জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি:: ‎লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী সীমান্তে রাতের আঁধারে আবারও ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

‎বিজিবি জানায়, বুড়িমারী ইউনিয়নের সীমান্ত পিলার ৮৩৮ এস এর নিকটবর্তী এলাকা দিয়ে ৯৮ বিএসবাড়ি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ক্যাম্পের সদস্যরা গভীর রাতে পিলার হতে ১.৫ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে মাছিরবাড়ি নামক স্থান হতে বিজিবি’র টহলদলের সদস্যরা তাদেরকে আটক করে।

‎এদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ২ জন শিশুসহ মোট ৯ জন বাংলাদেশী মুসলিম।

‎আটককৃতরা হলেন, মোশাররফ হোসেন (৫০), রাব্বি হোসেন (২৬), নাহিদ হাসান (২৪), সজীব আলী (১৬), পারভিন আক্তার (৪০), কোহিনূর নেছা (৭০), বর্ষা আক্তার (২২), রেহান হোসেন (১৮ মাস) ও জয়া খাতুন (৩)।

‎এরা সবাই বাংলাদেশের নড়াইল জেলার লোহাগড়া মঙ্গলহাটা কুন্দসী গ্রামের বাসিন্দা।

‎প্রায় ১০ বছর পূর্বে তারা অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন এবং গুজরাট প্রদেশের শচীন এলাকায় হকারি ব্যবসায় নিয়োজিত ছিলেন বলে জানা যায়।

‎বর্তমানে আটককৃত ব্যক্তিরা ৬১ বিজিবি’র হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com