শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

লালমনিরহাটে হত্যা মামলায় কুখ্যাত মাদক সম্রাট নুর হাইসহ তিনজনের মৃত্যুদণ্ড

লালমনিরহাটে হত্যা মামলায় কুখ্যাত মাদক সম্রাট নুর হাইসহ তিনজনের মৃত্যুদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের হাতিবান্ধায় বহুল আলোচিত একরামুল হক (৪০) হত্যা মামলায় কুখ্যাত মাদক সম্রাট নুর হাই, শামীম হোসেন ও কবির হোসেন নামে তিন আসামীকে মৃত্যুদন্ডের রায় দিয়েছে আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাঃ আদিব আলী এ রায় প্রদান করেন। এসময় মামলার অন্য ৬ আসামিকে খালাস প্রদান করেন আদালত।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মোঃ শামীম হোসেন হাতিবান্ধা উপজেলার রমনীগঞ্জএলাকার পিতা মৃত তফসির উদ্দিনের ছেলে, মোঃ নুর হাই একই এলাকার মোঃ আব্দুস সোবহানের ছেলে এবং কবির হোসেন একই এলাকার মৃত নজির হোসেনের ছেলে।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ১৮ জুলাই মাসে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার কুখ্যাত মাদক সম্রাট নুর হাইয়ের সাথে মাদক বিক্রির টাকার হিসাব ঠিকমত দিতে না পারায় এবং তার সাথে মাদক ব্যবসা না করার ক্ষোভে একরামুলকে কৌশলে মাদক সেবন করার কথা বলে সানিয়াজান নদীর তীরে নিয়ে যায। সেখানে আগে থেকে অপেক্ষা করা নুর হাইয়ের অপর দুই সহযোগী শামীম হোসেন ও কবির হোসেনসহ মাদক সেবন করে। এ সময় তারা একরামুলকে অতিরিক্ত মাদক সেবন করার পর অচেতন করে একরামুল হককে তিনজন মিলে হত্যা করে নদীর বালুর নিচে লাশ গুম করে রাখে।

দীর্ঘদিন নিখোঁজ থাকার পর একরামুলের স্ত্রী মনিরা ইয়াছমিন বাদি হয়ে মাদক সম্রাট নুর হাইকে প্রধান করে ৯ জনের নাম উল্লেখ করে হাতিবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ মাদক সম্রাট নুর হাইকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে একরামুলকে হত্যার বিষয়টি তিনি স্বীকার করেন। এই হত্যাকান্ডের সময় কবির হোসেন ও শামীম হোসেন তাকে সহযোগিতা করেন বলেও স্বীকারোক্তিতে উল্লেখ করেন।

একরামুল হক হত্যা মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, একরামুল হত্যা মামলার রায়ে আদালত নুর হাই, কবির হোসেন ও শামীম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু না হওয়া পর্যন্ত আদেশ এবং বাকি ৬ আসামীদের খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামী মাদক সম্রাট নুর হাই ও শামীম হোসেন উপস্থিত থাকলেও অপর আসামী কবির হোসেন পলাতক ছিলেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com