বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি:: সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিশনমোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল শুরুর পর থেকেই ইন্টারিম সরকার আর নয় দরকার সহ জামায়াত ও এনসিপির কর্মকাণ্ডকে একই সূত্রে গেঁথে চলমান রাজনীতির প্রতি ক্ষোভও প্রকাশ করে তারা বিভিন্ন স্লোগান দেন প্রতিবাদকারীরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান। সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর সাত্তার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মিঠুন সরকার মিঠু।

সমাবেশে বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল দেশে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে। প্রশাসন নির্লিপ্ত ভূমিকা পালন করছে, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। তাঁরা অবিলম্বে এই পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বক্তারা আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।

বিক্ষোভ ও সমাবেশে লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলার পাঁচটি উপজেলার (সদর, আদিতমারী, হাতীবান্ধা, কালীগঞ্জ ও পাটগ্রাম) বিভিন্ন স্তরের প্রায় ৫ হাজার নেতাকর্মী বৃষ্টি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com