শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজির চওড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২২০ টি শীতার্ত পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, দেশের উত্তাঞ্চলের সীমান্তবর্তী জেলা ও সবচেয়ে শীতগ্রস্থ অঞ্চল আমাদের লালমনিরহাট জেলা। বিগত প্রায় ১৭টি বছর এই জেলার লোকজন অবহেলায় ছিলেন। শীত এলেই এসব গরীব, অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের কষ্টের সীমা থাকে না। বিষয়টি প্রশিকা মানবিন উন্নয়ন কেন্দ্র বুঝতে পেরে জেলার শীতার্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তারই অংশ হিসেবে সংস্থাটি সদর উপজেলার হারাটি ইউনিয়নের গরীব, অসহায়, দুস্থ ২২০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।
বিতরণ কার্যক্রম শেষে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক রিজুওয়ানুস শামীম রাজিব বলেন, ‘প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র” একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছে। যদিও লালমনিরহাটে আমাদের কোন কার্যক্রম চালু নেই। সব ঠিক থাকরে আগামী বছরের জানুয়ারী মাসে লালমনিরহাট জেলায় কার্যক্রম শুরু করা হবে। সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। তারই অংশ হিসেবে আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আগামীতেও আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের আব এক পরিচালক ওয়াহেদুল ইসলাম পাটোয়ারী রাজু, লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম পাটোয়ারী সাজু, হারাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিম ও সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।