শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

লালমনিরহাটে বিজয় দিবস উপলক্ষে বউ-জামাই মেলার উদ্বোধন

লালমনিরহাটে বিজয় দিবস উপলক্ষে বউ-জামাই মেলার উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি:: বিজয় দিবস উপলক্ষে লালমনিরহাটে দীর্ঘ ১৫ বছর পর ১৫ দিনব্যাপী বৌ-জামাই মেলার উদ্বোধন করা হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে বউ-জামাই মেলার উদ্বোধন করেন, লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিসেস লায়লা হাবিব।

এর আগে সকালে একই মাঠে বিভিন্ন প্রজাতির মাছ মেলার উদ্বোধন করেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।

বিজয় দিবস উপলক্ষে দীর্ঘ ১৫ বছর বিনোদন বঞ্চিত ছিল লালমনিরহাটবাসী। জেলাবাসীর কথা বিবেচনা করে রবিবার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পনেরদি ব্যাপী বড়বাড়ী আবুল কাশেম ডিগ্রী কলেজ মাঠে স্থানীয়দের উদ্যোগে বৌ-জামাই মেলা আয়োজন করা হয়।

১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এবার বউ-জামাই মেলায় মৎস্য স্টল, পিঠা স্টল ও অন্যান্য প্রসাধনী পণ্যের স্টল স্থান পেয়েছে। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বউ-জামাই মেলার প্রথম দিনই উপচে পড়া ভিড় দেখা গেছে। গলায় মালা ও শাড়ি পড়ে মেয়ে-জামাই মেলায় এসে আনন্দ উপভোগ করেছেন। জেলার বিভিন্ন প্রান্ত ও আশপাশের জেলা থেকে দর্শনার্থীরা মেলায় যোগ দিয়েছেন। মেলায় হরেক রকমের পিঠা ও নানা প্রজাতির মাছ নিয়ে দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন। মেলায় প্রতিদিন সকালে মৎস্য উৎসব ও বিকেল থেকে রাত পর্যন্ত চলবে পিঠা উৎসব।

মেলার প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আমাদের উত্তরাঞ্চলের গ্রাম বাংলার ঐতিহ্য বিভিন্ন রসালো পিঠা আজ ফাস্ট ফুডের ভিড়ে হারিয়ে যেতে বসেছে। তাই এই হারানো ঐতিহ্যকে ফিরে আনতে আমাদের এই সামান্য আয়োজন বউ-জামাই মেলা। পাশাপাশি এখানে মাছের মেলারও আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা মাছে ভাতে বাঙ্গালী। বউ-জামাই মেলায় অত্রাঞ্চলের মেয়েরা তাদের জামাই সাথে করে মেলায় আসবে। মেলায় ঘোরাঘুরি শেষে জামাই শ্বশুরবাড়ি মাছ কিনে নিয়ে মাছ দিয়ে ভাত খেয়ে তারপর ফিরে যাবে। আমরা দির্ঘ ১৫ বছর বিভিন্ন বিনোদন থেকে বঞ্চিত ছিলাম। আমাদের এই সামান্য আয়োজন এই এলাকার লোকজনকে কিঞ্চিত পরিমান হলেও আনন্দ দিবে বলে আমি আশা করি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com