সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

লালমনিরহাটে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের কালীগঞ্জে বিলের একটি মাছের প্রকল্পে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি নাউখৈয়া দিঘির এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের মিঠুর রহমানের ছেলে সিয়াম (১৩) ও মজিবর রহমানের ছেলে মাহিম (১৪)।

স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দ্রাহবি বিলের একটি মাছের প্রকল্পে গোসল করতে নামে চার কিশোর। এ সময় সেখানে থাকা বালুতে তলিয়ে যায় তারা। পরে দুজন শিশু কোন রকম উঠে আসতে পারলেও সিয়াম ও মাহিন পানিতে তলিয়ে যায়। পরে তাদের চিৎকারে আশাপাশের কয়েকজন ছুটে এসে অনেক খোঁজাখুঁজি করলে তাদের না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টা নিখোঁজ থাকার পর তাদের মরদেহ ভেসে ওঠে। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবব্রত কুমার রায় বলেন, দুটি কিশোরকে হাসপাতালে আনার আগেই তারা মারা গেছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাত হোসেন বলেন, মাছের প্রজেক্টে বালু থাকায় সেখানে তারা তলিয়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। তবে সন্ধ্যা পর্যন্ত থানায় এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেননি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com