বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন

লালমনিরহাটে গৃহবধূর লাশ উদ্ধারের ৩ দিন পর মাথা উদ্ধার, গ্রেপ্তার সতীন

লালমনিরহাটে গৃহবধূর লাশ উদ্ধারের ৩ দিন পর মাথা উদ্ধার, গ্রেপ্তার সতীন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে একটি ভুট্টা ক্ষেত থেকে মস্তকবিহীন গৃহবধূ হাসিনা বেগমের (৪৪) লাশ উদ্ধারের তিন দিন পর একটি তামাকক্ষেত থেকে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে লালমনিরহাট থানা পুলিশ। হত্যাকান্ডের সাথে জড়িত থাকা সন্দেহে নিহত হাসিনার সতীন মেহেরুন বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) বিকেলে জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তের মেইন পিলার ৯২৫ এর সাব পিলার ৯ এর পাশে বাংলাদেশ অংশের একটি তামাকক্ষেত থেকে দেহ থেকে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়।

মৃত হাসিনা বেগম ভারতীয় সীমান্ত ঘেঁসা লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিবাড়ি গ্রামের ভ্যান চালক আশরাফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। তিনি পাশের গ্রাম ভারতের দিনহাটা থানার হরিরহাট ইউনিয়নের জারিধল্লা গ্রামের কাশেম আলীর মেয়ে। গ্রেপ্তার মেহেরুন বেগম তার বড় সতিন।

লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার রায় বলেন, দীর্ঘ তিনদিন সুনিবির তদন্ত এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ জানতে পারে নিহত হাসিনা বেগমের দেহ থেকে বিচ্ছিন্ন মাথাটি তার বাড়ির পাশেই কোন এক জমিতে পুতে রেখেছে তার স্বামী। বিষয়টি নিশ্চিত হওয়ার পর লালমনিরহাট থানা পুলিশ শনিবার বিকেলে মাথাটি উদ্ধারে সেখানে অভিযানে যায়। পরে নিহত হাসিনা বেগমের বসতবাড়ির দক্ষিন পূর্ব দিকে ভারতীয় সীমান্তের কাছাকাছি বাংলাদেশ অংশে ৯২৫ মেইন পিলারের সাব পিলার ৯ এর পাশে একটি তামাকক্ষেতে পুতে রাখা মাথাটি উদ্ধার করে পুলিশ। পরে ভোটার আইড কার্ড দেখে মাথাটি হাসিনা বেগমের বলে শনাক্ত করেন সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার রায়। উদ্ধারের পর সন্ধ্যায় মাথাটি সদর হাসপাতালের মর্গে নেয়া হয়।

ওসি আরও বলেন, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্মশান এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে বুধবার (৫ মার্চ) দুপুরে মস্তকবিহীন নারীর মরদেহ উদ্ধারের পর থেকে পুলিশ বিচ্ছিন্ন মাথাটি উদ্ধারে মাঠে নামে। এর একদিন পরেই লাশের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ এবং জানতে ওই নারীর নাম হাসিনা বেগম, তিনি আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের ভ্যানচালক আশরাফুল ইসলামে দ্বিতীয় স্ত্রী। সাথে সাথে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে ঘাতক আশরাফুলকে না পেলেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার প্রথম স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে প্রথম স্ত্রীর দেয়া তথ্য এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে আজ বিকেলে ঘাতক স্বামীর বাড়ির পাশে একটি তামাকক্ষেত থেকে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

লাশ উদ্ধারের তিনদিন পরে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করতে সক্ষম হলে ঘাতককেও গ্রেপ্তার করতে সক্ষম হবে পুলিশ। খুব দ্রুতই ঘাতক স্বামী আশরাফুলকে গ্রেপ্তার করতে পারবে বলেও জানান তিনি।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরনবী বলেন, মৃত হাসিনা বেগমের সতীন মেহেরুন বেগমকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার দেয়া তথ্যমতে মৃত হাসিনার কাটা মাথা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (৫ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্মশান এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে গৃহবধূ হাসিনা বেগমের মস্তকবিহীন উদ্ধার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com