সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন

লালমনিরহাটে আ’লীগ সভাপতি শওকত আর নেই

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

রোববার (১১ জুলাই) ভোরে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আদিতমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন সরকার জানান, তার মামা মৃত শওকত আলী আদিতমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি বেশ কিছু দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত সপ্তাহে তার অসুস্থতা বেড়ে গেলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত দু’দিন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে তিনি মারা যান। তার মৃত্যুতে গোটা জেলার আ’লীগের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আওয়ামী রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া শওকত আলী পেশায় মৎস্য খামারি ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রায়ত সামছুল ইসলাম সুরুজের ছোট ভাই। আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসের চাচা সদ্য প্রায়ত এ নেতা শওকত আলী কমলাবাড়ী ইউপির দু’বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

মৃত্যুকালে তিন সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ আছর স্থানীয় কিসামত চড়িতাবাড়ী মাদরাসা মাঠে তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com