বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

লামায় সাত ইউনিয়নে ভোট গ্রহন চলছে

বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানের লামায় আজ ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে লামা উপজেলার সাতটি ইউনিয়নে ভোট গ্রহন চলছে। ইউনিয়নগুলো হচ্ছে, গজালিয়া, লামা, ফাঁসিয়াখালী, আজিজনগর, সরই, রূপসীপাড়া ও ফাইতং। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৫ জন এবং সাধারণ সদস্য পদে ২২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন, গজালিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাথোয়াইচিং মার্মা (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মো. বাবুল হোসেন (মোটর সাইকেল)। লামা সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিন্টু কুমার সেন (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী আক্তার কামাল (মোটর সাইকেল)। ফাঁসিয়াখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নুরুল হোসাইন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী জাকের হোসেন মজুমদার (আনারস), মোঃ ওমর ফারুক (মোটর সাইকেল) এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. খোরশেদ আলম (লাঙ্গল)। আজিজনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জসিম উদ্দিন (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মো. রশিদ আহমেদ (আনারস)। সরই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ ইদ্রিছ (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মো. আবু হানিফ (আনারস)। রূপসীপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাচিং প্রু মার্মা (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (আনারস)। ফাইতং ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ওমর ফারুক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. আবু তাহের (আনারস), আবদুল জলিল (চশমা) ও মো. শহিদ উল্লাহ্ (মোটর সাইকেল)। লামা সদর, আজিজনগর,ফাইতং সহ কয়েকটি ইউনিয়ন সরজমিনে ঘুরে দেখা যায় শান্তিপূর্ন ভোট গ্রহন চলছে।

এরিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাত ইউনিয়নে মোট ভোটারের সংখা ৫৭,৯৮৪ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২৯৯৬৯জন। মহিলা ভোটার ২৮০১৫জন। সাত ইউপিতে ৬৪টি ভোট কেন্দ্রে ২০০ বুথ রয়েছে।

এ বিষয়ে বান্দরবানের লামা উপজেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসাইন জানান, দ্বিতীয় ধাপে লামা উপজেলার সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী শান্তিপূর্ন ভোট গ্রহন চলছে, নিরাপত্তার দায়িত্বে পুলিশ,বিজিবি,র্যাব,সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। সাত ইউনিয়নবাসীকে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা আপ্রান চেষ্টা করে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com