রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::
বান্দরবানের লামায় সদর ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বুধবার এ আদেশ দেন আদালত। মামলার আসামিরা হলেন- লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর চেয়ারম্যান অচ্যু কুমার দাশ, সাধারণ সম্পাদক কানু কান্তি দাশ, ক্যাশিয়ার মাইকেল আইচ, সাবেক চেয়ারম্যান মিন্টু কুমার সেন (লামা সদর ইউপি চেয়ারম্যান) ও সাবেক সাধারণ সম্পাদক সুকুমার দেওয়ানজী।
মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী রোবেল ঘোষ তার পিতা মৃত রতন ঘোষের মৃত্যুর পরে লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. হতে ১ লক্ষ ৮ হাজার টাকা ঋণ হিসেবে গ্রহণ করেন। উক্ত টাকার বিপরীতে তিনি অলিখিত ২টি চেক ও ৩শ’ টাকা মূল্যের অলিখিত স্ট্যাম্প প্রদান করেন। সে চেক ও স্ট্যাম্প আমার অবর্তমানে সমিতির কর্তৃপক্ষ (মামলার আসামীরা) লিখে আমার কাছে ৯ লক্ষ ৪৩ হাজার ৮২৯ টাকা দাবি করেন।
এছাড়া অভিযোগকারীর মা কৃষ্ণা ঘোষ ঋণ না নেয়া সত্ত্বেও তার কাছ থেকে ৬৫ হাজার ৩৪৪ টাকা দাবি করে লিগ্যাল নোটিশ প্রদান করেছে লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.।