বুধবার, ৩০ Jul ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

লক্ষ্মীপুর জেলা সরকারী কর্মচারী ক্লাবের নবনির্মিত ভবণ উদ্বোধন

লক্ষ্মীপুর জেলা সরকারী কর্মচারী ক্লাবের নবনির্মিত ভবণ উদ্বোধন

মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি:: লক্ষ্মীপুর জেলা সরকারী কর্মচারী ক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।

রোববার (৪ মে) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে শহরের দক্ষিণ তেমুহনী রামগতি-সড়কের পাশে এই ভবণের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

জেলা সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মনজুর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম হেলাল, জেলা সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো: শামীমুল ইসলাম, জেলা সরকারী কর্মচারী ক্লাবের সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান প্রমুখ।

এসময় জেলা উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারী দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com