বুধবার, ৩০ Jul ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

লক্ষ্মীপুরে বাংলা নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও মেলার উদ্বোধন

লক্ষ্মীপুরে বাংলা নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও মেলার উদ্বোধন

রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি:: পহেলা বৈশাখা ১৪৩২ বরণ উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, ৩ দিন ব্যাপি লোকজ মেলার আয়োজন করা হয়।

১৪ এপ্রিল (সোমবার) সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে কালেক্টর ভবন প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৩ দিন ব্যাপি লোকজ মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসীম উদ্দিন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবুল হাসান শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা প্রমুখ।

পরে জেলা শিল্পকলা একাডেমী শিল্পীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানে পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com