শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

রেসিং কার বানিয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের গাড়ি

আইটি ডেস্ক::

রেস কারের দৌঁড়ে এবার বাংলাদেশি গাড়ি। বিশ্বব্যাপী যন্ত্র প্রকৌশলীদের সংস্থা (আইমেকই) আয়োজন করেছে ‘ফর্মুলা স্টুডেন্ট’ রেসিং কার প্রতিযোগিতা। ডিবিসি নিউজ, ৯:০০।

নিজেদের তৈরি গাড়ি নিয়ে এই প্রতিযোগিতায় যাচ্ছেন আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

এবছর জুলাইয়ের শেষ দিকে নর্দাম্পটনশায়ারের ‘সিলভার স্টোন সার্কিটে’ এ প্রতিযোগিতায় অংশ নেয়ার কথা থাকলেও আর্থিক সংকট তৈরি করেছে কিছুটা অনিশ্চয়তা।

এ বছর ১৭ থেকে ২১ জুলাই যুক্তরাজ্যের নর্থ হ্যাম্পটনশায়ারের সিলভার স্টোন সার্কিটে অনুষ্ঠিত হবে ২১তম আইমেকই আয়োজিত ‘ফরমুলা স্টুডেন্ট ইউকে’ রেসিং কার প্রতিযোগিতা।

সেখানে রেসিং কার নিয়ে অংশ নিবে আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হাতে সময় না থাকায় গাড়িটি সম্পূর্ণ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছে সবাই। প্রতিযোগিতার জন্য ফরমুলা রেসের আদলে গড়া গাড়িটির নাম দেয়া হয়েছে এমএইচকে-১৯।

৩১ জনের এই দলটিতে পরামর্শক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়টির যন্ত্রকৌশল বিভাগের দুজন শিক্ষক। তরুণরা এই দলটির নাম দিয়েছে ‘টিম প্রিমাস’।

বিশ্ব জুড়ে অটোমোবাইল খাতকে প্রযুক্তি দিয়ে সমৃদ্ধ করার জন্য আইমেকই এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে। তবে অর্থিক সংকটের কারণে অংশগ্রহণ নিয়ে কিছুটার অনিশ্চয়তা রয়েছে।

তরুণ সৃষ্টিশীল প্রকৌশলীদের উদ্বুদ্ধ করা এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com